আষাঢ় মাসে
আষাঢ় মাসে বৃষ্টির খেলা
বোঝা বড় দায়,
ধীরে কিংবা জোরে হাঁকে
দিনে রাতে হায়!
নতুন জলে আনন্দেতে
ব্যাঙেরা গান গায়,
কৈ মাছেরা পুকুর ছেড়ে
উজান বেয়ে যায়।
ট্যাংরা, পুঁটি সাঁতার কেটে
বিলের দিকে ধায়,
কচুরি আর শ্যাওলা খেতে
খুবই মজা পায়।
হাঁসগুলো সব খেলা করে
দেখে জুড়ায় প্রাণ,
বর্ষাকালীন ফুলগুলো সব
ছড়িয়ে দেয় ঘ্রাণ।
নদীর জলে বয়ে চলে
নৌকা বহু দূর,
মাঝিরা সব গেয়ে চলে
কি যে দারুণ সুর।
অনন্যা/এসএএস