ফুটপাতেও দুর্গা ঘুরে
আমি পাপী হবো
তবু করবো না মা তোর পূজা
তুইতো মা
মাটিতে গড়া প্রতিমা মাত্র।
তোর পিছনে
লক্ষ টাকা খরচ করতে
বাজে না কারো গায়ে,
নানা রঙের কাগজে
তোকে সাজায় বড় প্যান্ডেলে
আলোকসজ্জা করে।
যে মায়ের দয়াতে পেয়েছিস
দুনিয়ার অপরূপ আলো
সে মা থাকে ভাঙ্গা কুড়ের ঘরে
আলোবিহীন অন্ধকার কুঠিরে।
পরনে তার ছেঁড়া শাড়ি
চোখের কোনে ছানি
দু'মুঠো ভাত জোটে না
কষ্টে যায় বেলা
মাটির প্রতিমা নিয়ে
সমাজে করে কত খেলা।
ফুটপাতে ও দুর্গা ঘুরে
রোদ বৃষ্টি ঝড়ে তে
অন্ধকার আলোতে
অর্ধাহারে-অনাহারে
বেলা যায় তাদের ও।