Skip to content

শূন্য হৃদয়

শূন্য হৃদয়

এখন আর তোমার রহস্যময় মায়াবী মুখ
দেখে মুগ্ধ হয় না
শুধু দুচোখ জলে ভরে উঠে, শূন্য হৃদয় হুহু করে কেঁদে ওঠে
তোমাকে ভালোবাসতে না পারার অভিমান এ
তোমার ঠোঁটের তিল বিন্দু ছুঁতে না-পারার আক্ষেপ,
ভেতর বাড়ি বিরহ বেদনার তীব্র ঝড় ওঠে।

তোমাকে এখন বেশি সময়
করে দেখলেই দুচোখ জলে ভিজে যায়
তখন তোমাকে বড্ড ঝাপসা দেখি,
ঝাপসা চোখেই তোমায় আলতো ছুঁয়ে দি
ছুঁয়ে দি কপোলে বেয়ে আসা অলক ।
তোমার ছবির সাথে কথা বলি
যে কথা গুলো তোমাকে বলতে পারিনি।