শব্দের ফেরিওয়ালা
আমি শব্দের ফেরিওয়ালা হতে চাই
তোমার মিশ্রিত অন্তর দহন খননে।
আমাকে দূরত্ব দিয়ে বুঝিয়ে দিলে
অসীম মায়ার বাঁধন কেন কাঁদলে?
একটা ইতিহাস তৈরি করে ফেলেছি
তোমার স্বরচিত অন্তর গহন দহনে।
আমি শব্দের ফেরিওয়ালা গো,বিবেক
চিৎকারগুলো কত বন্ধন জড়িয়ে রেখেছে!
একদিন তোমার জীবনবৃত্তান্ত কবিতা হবে
সেদিন তোমার কলম ছটপট করবে!
অনন্যা/জেএজে