বঙ্গদেশ
মৃত্তিকার 'পরে কত জমি আছে
কত শত শস্য ফলিছে তাতে।
দুয়েক-খানা তার জমায়ে রাখি
পৃথিবীর কোণে কোণে একেকটা গুঁজি।
ষান্মাসিক পর দেখিলাম সেথা
ফলিছে ফলন নয়নাভিরাম শস্যকণা।
ঐযে বঙ্গসমুদ্রের পাড় দেখিলাম
মৃত্তিকার 'পরে সর্বত্তোম একখন্ড জমি হেম।
তাহাতে ফলন ফলে নাই কি?
ঐতো নেত্র মেলুন আছে সবি।
শত-সহস্র কৃষাণ কৃষাণি, ক্ষেত-খামারি,
করিছে কাজ, কারিগর জমি একখানি।
চারিধার তাহার মায়ার বাধঁন
গিরি-চূড়া,বারিধি ঘেরা কানন।
মানব শিশু নিদ্রায় জননী কোলে
ভ্রান্তির ছলনে তবু না ফেলে।
বঙ্গদেশের কোল মোর নিকট তেমনি তুল্য,
তাহার কাছে আছে জগতের আধা স্বর্গ।