কল্পলোকে মনপাখি

গর্ভবতী রাত্রিকোলে শুয়ে-
তন্দ্রালুর কল্পলোকে এক আকাশের স্বাধীনতা
আমাকে ভুলিয়ে রাখে নাগরিক ক্ষুধার স্লোগান
তখন হেমন্তাকাশে চুয়ে পড়া শিশিরের জল
ভরা সরিষার খেতে শৈশবের আলপথে হাঁটি
পাকা আমনের খেতে সোনারোদে বিছানো শিশির
চিকচিক শৈশবের সিক্ত দুরন্তপনার মন
আমাকে টানতে থাকে কচি বাতাবি নেবুর প্রেম
তখন ব্রহ্মপুত্রের জলতরঙ্গে সাদা বকের ঝাঁক
কুয়াশা চাদর ছিঁড়ে বাতাসের গায়ে কান রাখি
পাখি সব করে রব-হেমন্তের শিশিরভেজা প্রভাতে।
নাগরিক ধোঁয়া উড়ে-আত্মার সবুজ মাঠ পুড়ে
তখন মন-পাখিটা যাযাবর চিৎকারে ঘুরে
একান্ত সময় কিনি রাত্রির ঘুমের চড়া দামে
আর কল্পলোক বনে মনপাখি-ঘুরে,গান গায়।