আকুতি
যাহারে আমার মননে বাঁধিয়া পুষি মমতার আঁচে
তাহারে ছাড়িয়া এই দূর দেশে পরান কেমনে বাঁচে
বাঁচিতেছি দুখে দুখে ধুঁকে ধুঁকে
খালি খালি মোর আশা ভরা বুকে
কপোল বাহিয়া ফোঁটা ফোঁটা তব নয়নের জল ঝরে
তাহারে আমাতে বাঁধিয়াছি আমি শত জনমের তরে।
সে রহিল দূর নূর সম-দূর রহিল মায়ের গায়ে
দুপুরের পথে বাহির হইয়া আলতা যুগল পায়ে
খুঁজিতেছে জানি পাগল হইয়া
সময়ের তরী ছুটিছে বইয়া
তাহার পরান হইতেছে জানি উতলা আমার লাগি
তাহারে ছাড়িয়া দূর দেশে আমি নিশিকা কাটাই জাগি।