শেষ হয়নি ভাষা যুদ্ধ
বাংলা ভাষা আনল কেড়ে
রক্ত দিয়ে ঠিকই
"রক্ত"টাও আজকে মোরা
অন্য ভাষায় লিখি!
বর্ণগুলো বিবর্ণ আজ
চোখে তাদের জল
দেখে মোদের ভাষা শহীদ
চোখ করে ছলছল।
অন্য ভাষার কাছে যদি
থাকি মোরা ঋণী!
তবে কেন বাংলা ভাষা
রক্ত দিয়ে কিনি!
শেষ হয়নি ভাষা যুদ্ধ
চলবে অবিরত
দূর করবো সকল বাধা
আসবে পথে যত।