তাদের কথা
ধোঁয়াশা মাখা তাদের অজস্র কথা
ছড়িয়ে আছে বিস্তৃত অঞ্চল জুড়ে।
কর্মঠ মানুষের শরীরের ভাঁজে ,
এক উগ্র ঘেমো গন্ধে
সংগ্রাম- প্রতিবাদের লেলিহান শিখায়,
ভিজে শরীরের নোনতা জল
বিবর্ণ করে দিয়ে যাচ্ছে প্রহরগুলিকে।
চলে যায় স্বপ্ন রঙিন দিনগুলি
নিরন্ন মানুষের জগতে ,
নগ্ন বর্বর আদিমতার স্রোতে
ভেসে যায় আগামীর ইতিহাস।
কালো কালো চামড়ার নিঃশব্দ বেদনার
কাঁদো কণ্ঠস্বর ম্লান করে দেয়
উজ্জ্বল রঙে আঁকা সোনালী দিনকে।