Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আগষ্ট মাস

ইতিহাসের পাতায় এই মাসটি দুঃখজনক মাস, 
একটি পরিবারের কাছে টেনে নিয়ে যায় জলোচ্ছ্বাস। 
এই মাসে আবার সূর্য অস্ত্র যায়, 
তাকে খুঁজে আমি নাহি পাই। 

 

হাজার বছরের শ্রেষ্ঠ তিনি হাজার লোকের প্রাণ, 
এই মাসে যেন বাঙালি হারায় সকল সম্মান। 
তিনি না হলে আমাদের করতো এখনো শোষণ,
তিনি জন্ম নিয়েছিলেন বলে পাইযে আসন। 

 

আগষ্ট মাসে একটি পরিবার থেকে রক্ত যেন ঝরে, 
আজও যেন সেই স্মৃতি সবার দিলে মনে পরে। 
দেখো বাঙালি ঝরছে রক্ত শেখ পরিবার থেকে, 
মন কি চায়না ঘাতককে ধরতে কঠিন হস্তে।

 

তিনি আর কে? তিনি মোদের জাতির পিতা, 
তিনি আর কেও নন?  তিনি মোদের জাতির নেতা। 
আগস্ট মাসে রক্ত ঝরছে দেখো বাঙালি চেয়ে, 
যদি তিনি আদোও বেচে থাকতেন খুশি সবাই পেয়ে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ