Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশছোঁয়া স্বপ্ন


স্বপ্ন আমার আকাশছোঁয়া
স্বপ্নে বাঁধি ঘর,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকি
স্বপ্নই যাবাবর!

স্বপ্ন আমার আকাশ হব
নীল সমুদ্রের ঢেউ,
স্বপ্ন আমার সবুজ হব
জানবে না তা কেউ!

স্বপ্ন আমার পাহাড় হব
বিলিয়ে দিতে সাজ,
স্বপ্ন আমার হাসি হব
শত কান্নার মাঝ।

স্বপ্ন আমার পাখি হব
ফুলপরীদের দেশে;
ফুলেরমালা গলায় দিয়ে
যাবই শুধু হেসে!

স্বপ্ন আমার নদী হব
বয়ে যেতে দুখ,
স্বপ্ন আমার উদার হব
বিলিয়ে দিতে সুখ।

স্বপ্ন আমার চন্দ্র হব
মায়ের মুখের হাসি
ভোরের সূর্য হয়ে যাব
নিত্য ভালোবাসি!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ