Skip to content

২৮শে জুন, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

সময়ের সন্মুখে প্রেতাত্মা

উত্তাল ঢেউয়ে আছড়ে পড়ে অনুভূতি –
ডুব সাঁতারে উন্মাদ নৃত্যে শিহরিত মন,
সমুদ্র জর্জরিত অসংখ্য অশুদ্ধ প্রশ্নবাণে,
হেলা খেলায় জন্ম নেয়া কীটের অপমৃত্যু!

সময়ের সম্মুখে আর্ত-চিৎকারে প্রেতাত্মা-
নতজানু হয় মানবতার আদালতে,
ক্ষমাহীন খুনের দায় স্বীকার অবলীলায়,
বিচারক ঘুমিয়ে পড়ে কলমের নিবে।

অনন্যা/এসএএস