শরতে মোহনার কাব্য
শাদা মেঘের ভেলায় চড়ে মনটা উড়ে যায়
শরতের মৃদু মন্দ সমীরনে মোহনার বাঁকে
অপার মুগ্ধতায় হারাই অনন্য কথোপকথনে,
ধবল মেঘের দেশে শাদা কাঁশের রাজত্ব ছাপিয়ে
শান্ত বিকেলের মায়াবী রঙে অসম্ভব ভাললাগা
শিরোনামহীন সম্পর্কের অস্তিত্ব সত্তা জুড়ে,
শুভ্র কাশের গহীন আড়ালে প্রিয় মুখচ্ছবি
মেঘের আড়ালে ইশারায় ডাকে অনন্য মায়ায়
গভীর আকর্ষণে তার সুবিশাল মায়াবী নীলে।