লোভ
শান্ত পুকুর শান্ত জলে
শান্ত মাছের বাস
শান্ত বাবু লাভের আশায়
করল মাছের চাষ।
স্বপ্ন চাষীর ভালই ছিল
ফলতে ছিল ফল
নানান মাছে পুকুর জলে
করছে কোলাহল।
শান্ত বাবুর পোয়াবারো
হবে অনেক লাভ
সুখের পায়রা উড়তে থাকে
যায় দেখা তার ছাপ।
পুকুর জুড়ে ছোটাছুটি
করে সকল মাছ
বুকের মাঝে স্বপ্ন দোলা
এমনিই করে নাচ।
লাভের আশায় শান্ত বাবু
ছাড়ে বোয়াল মাছ
পুকুরের মাছ খেয়ে দেয়ে
করে বোয়াল নাচ।
ক'দিন বাদেই ভরা পুকুর
হলো একদিন শেষ
সেই পুকুরে নেই তো মাছের
একটু খানি লেশ।