শীতের ছোঁয়া
হিমেল হাওয়া বইছে ধীরে
ঝরছে শিশির রাত্রে,
শীতের ছোঁয়া লাগছে আমার
সোনার দেশের গাত্রে।
ভরদুপুরেও সুয্যিমামা
দিচ্ছে না তেজ ঢেলে,
ছেলে-বুড়ো পোহাচ্ছে তাপ
খড়ের আগুন জ্বেলে।
হলুদ গাঁদা, সূর্যমুখী
ফুটছে গাছের ডালে,
ঝাঁকে ঝাঁকে শীতের পাখি
আসছে বিল ও খালে।
লেপ, কাঁথা ও শাল সোয়েটার
দিচ্ছে সবাই গায়ে,
খেজুর রসের পিঠা-পায়েস
বানাচ্ছে বোন-মায়ে।
রবিশস্য শীতকে বরণ
করছে পাতা নেড়ে,
বাংলাদেশের শীতের মায়া
নিচ্ছে হৃদয় কেড়ে।