Skip to content

১৩ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ রানি

শরৎ সকাল ঘাসের ডগায়
শিশির বিন্দু জল,
রোদের আলোয় হিরকের ন্যায়
করে যে জ্বলজ্বল।

পদ্ম ফোটে দিঘির জলে
জাগায় শিহরণ,
শেফালিরও মৌ মৌ গন্ধ
কেড়ে নেয় যে মন।

নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
তাই-না দেখে নীল পরীরা
নিত্য করে খেলা।

দখিনা হাওয়াতে দোলে
সাদা কাশের ফুল,
প্রাণটা যেনো ফিরে পায়
নদীরও দুই কুল।

নীল আকাশে তারার মেলা
মিটিমিটি জ্বলে,
শরৎ রানি সবার প্রিয়
রূপলীলাই বলে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ