ঝরাগোলাপের কান্না
বাগানজুড়ে তার ছিল বেশ কদর
সবাই তাকে চাইতো আপন করে
তার সুবাসে মুগ্ধ হতো যারা
আজ তারা কেউ রাখেনি আর মনে।
ঝরাগোলাপ সুঘ্রাণও নেই গায়ে
অতীত-দিনের ঋণ কি মনে থাকে?
সবাই তাকে অবহেলায় ছুড়ে
দুঃখ প্রাণে একাকী সে কাঁদে।
পায়ের তলায় পিষ্টে দেহখানি
নীরবে সে যায় সয়ে সব ব্যথা
উপহারের ডালি থেকে সরে
আজ মনে তার অনেক দুঃখ-গাথা।
ভাবছে মনে লাভ কী হল, যখন
রূপ ছিল তার অনেক ছিল আদর
পাপড়িতে নেই মিষ্টি সুবাস যখন
হারিয়েছে তখন সকল কদর।