Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা তোমায় ভালোবাসি

আমরা হয়তো জানিনা
বাবা শব্দটির ভিতরে,
জীবনের সব স্বপ্ন লুকায়িত। 
যার আদলে ঘরে উঠা 
একটা একটা করে
স্বপ্ন পূরণে হয়নি দীর্ঘায়িত। 

 

বাবা নামটির মধ্যে
কত আবেগ, আর ভালোবাসা
যেন আত্মবিশ্বাসে ভরা,
জীবনের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত  
সবকিছু করে শান্ত
বুকে থাকে না কখনো খরা। 

শত কষ্ট বুকে চাপা করে
স্বপ্ন গুলোকে আগলে ধরে,
চায় সন্তানের মুখের হাসি।
জীবনের সমস্ত অর্জন একসাথে করে
মাথা উঁচু করে বলবো,
বাবা, আজ ও তোমায় ভালোবাসি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ