অমূল্য পতাকা
তিরিশ লক্ষ প্রাণের দামে
পেলাম সবুজ-লাল পতাকা,
এই পতাকার অঙ্গজুড়ে
বাবা-ভাইয়ের রক্ত মাখা।
এই পতাকায় বঙ্গবন্ধু
শেখ মুজিবুর জড়িয়ে আছেন,
এই পতাকায় মুক্তিযোদ্ধা
শহীদ-গাজী সবাই বাঁচেন।
এই পতাকার জন্য মা-বোন
দান করেছেন মান-ইজ্জত,
এই পতাকায় আঘাত করে
এমন কারো নাই হিম্মত।