নান্দনিক গ্রাম
সোনার দেশে রূপের সেরা আমার প্রিয় গ্রাম,
এক পাশে তার ছোট্ট নদী নরসুন্দা নাম।
আরেক পাশে সোনাফলা সবুজ-শ্যামল মাঠ,
কৃষক তাতে ফলিয়ে থাকেন ধান, সরিষা, পাট।
ভোরের আলো ফোটে যখন মোরগ ডাকে কক,
বনবাদাড়ে পাখপাখালি শালিক, টিয়া, বক।
সকালবেলা ঘাসের ডগায় হাসে শিশির হাসি,
বটের তলায় বসে রাখাল বাজায় মোহন বাঁশি।
খালে-বিলে পুকুর-ডোবায় অনেক মাছের বাড়ি,
গরু, মহিষ, ছাগল, ভেড়াও এ গাঁয় বাঁধে নাড়ি।
শাপলা, গোলাপ, বেলী, জবা ফুলের কারুকাজে,
মায়ের মতো গ্রামটি আমার রানির মতো সাজে।
ফুলে-ফলে অলি-ভ্রমর করে মজার খেলা,
রাতের বেলা বাঁশবাগানে জোনাক জমায় মেলা।
নান্দনিক এ গ্রামটি আমার তুলনা যে নাই,
সারাজীবন তার মাটিতেই বেঁচে থাকতে চাই।