পদ্মা সেতু

পদ্মা সেতু গর্ব মোদের
জনগণের দান,
দক্ষিণবঙ্গের স্বপ্ন সেতু
বাড়লো মোদের মান।
পদ্মা সেতু তৈরি করতে
পেলাম যত বাধা,
শক্ত হাতে নাবিক ছিলেন
নেত্রী হাসিনা।
বিশ্ব অবাক তাকিয়ে দ্যাখে
বাঙালিদের জোর,
হাতে হাতে সবাই মিলে
এনেছি নব ভোর।
সঠিক নেতার আহ্বানে
পেলাম ঠিকানা,
এভাবে-ই এগিয়ে যাবে
বাংলার নিশানা।
অনন্যা/এসএএস