Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আসবে সুদিন হাসবে সবাই

ইচ্ছে হলেও যখন তখন বাইরে যেতে মানা,
সব মানুষেই কয়েদী আজ ঘরগুলো জেলখানা।

 

যম করোনার হঠাৎ ঝড়ে
সমাজ বাঁধন ছিন্ন করে
দুর্বিসহ জীবন যাপন করছে মানুষজনা,

মুক্তপাখি বন্দি খাঁচায়
আল্লাহ ছাড়া কে আর বাঁচায়
এমন জীবন কেউ কখনো করেনি কল্পনা।

 

বাইরে গেলে করোনা তার
ঝাপটে ধরে সারছে আহার
বিশ্বজুড়ে নির্মমতায় মারছে কেবল হানা,

অসহায়ের মতো মানুষ
সব হারিয়ে চুপসা ফানুস
ভেঙ্গে গেছে আজকে তাদের বিশ্বায়নের ডানা।

 

আসবে সুদিন হাসবে সবাই ঘুরবে ষোলোআনা,
সেই আশাতে প্রহর গুণে বিকল্প নাই জানা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ