কমলা ভাসিন
কাটে না কাটে না সময়
কখনো তো ঠিক বেজে ওঠে বীণ
আমরা ডুবে যাই, আমরা ভেসে উঠি
জীবন্মৃত, মৃত-জীবিত, কাঁটাতার ছেঁড়া
যন্ত্রনাপীড়া, খাদের উৎসমুখে পথ, কমলা ভাসিন।
ও মেয়ে, তোমার ভেতরেও আছে আগুন
এক দুই তিন, এক দুই তিন
খুঁজে পাওয়া ঠিক নয় কঠিন।
প্রলয় তাড়িত, ভাগ্য বিতাড়িত, কঠোর কঠিন
নদের উৎসমুখে নাদ , কমলা ভাসিন।
যে তুমি দুর্বল, হারাও মনোবল
বুঝে নিতে হয়, যুঝে নিতে হয়
হকের পাওনাটি, পথের খুঁটিনাটি।
ময়দানে হেরে যাওয়া ঘোড়া, যেভাবে ধরে বাজী
নিজেকে খুলে, ডানা মেলে, আজাদী, আজাদী।
গতানুগতিক, নয় পদাতিক
বাধাহীন, বন্ধনহীন, উতল মাতাল , প্রাণ ধিন ধিন
জাগরী, জাগো অঞ্চল ভরি, বুকে বুক ঠেকিয়ে লড়ি
ঋদ্ধ, ঋত অক্ষরে অক্ষরে স্বাক্ষরমালা
জ্যোতির্ময়, উজ্জ্বল দিন, কমলা ভাসিন, কমলা ভাসিন।