রূপসী বাংলার হেমন্ত
শরতের পর হেমন্তকাল
শুভ্রতা হয় সোনা,
শীতের পূর্বে শিশির বিন্দু
দূর্বাঘাসে বোনা।
সাত সকালে মিষ্টি রোদে
পাখপাখালির সুরে,
নীলাকাশে মেঘের ভেলা
হয়তো যাবে দূরে।
হিমেল হাওয়া ধানের শীষে
করছে মাখামাখি,
চাষির চোখে সুখের স্বপন
খুশি বাবুইপাখি।
ধানের গন্ধে মন আনন্দে
উঠোন ঝাড়ে গিন্নি,
ময়মুরুব্বি পোলাপান'রে
এবার দেবো সিন্নি।
বউয়ের কথায় হাসে স্বামী
চোখ মারে এক চোখে,
ভেংচি কেটে জলের ছলে
গিন্নি যায় এক রোখে।