শত বর্ষ
জাগো জাগো জাগো হে বাঙালী
অরেণ্যভরা ধরণী!
সাজিয়া মাতিয়া গাও হে গান,
মুজিব শত বর্ষ চির অম্লান!
গেয়ে যাই গান
বাংলা আমার প্রাণ!
রাখিবো আমি সে মান
সোনার বাংলা দিয়াছে প্রাণ,
মুজিব শত বর্ষ চির অম্লান!
শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই
বেঁচে নেই আমি আর;
আমার যা কিছু মহান সৃষ্টি
দিয়েছি বিলায়ে বাংলা মাঝারে।
আমার সৃষ্টির রাখিও মান,
মুজিব শত বর্ষ চির অম্লান!
বজ্র কণ্ঠ আকাশের কোলে,
মুজিব কণ্ঠের সুরে আজ
মিলাব সুর বাংলার বুকে।
যত দিন আছি, যত দিন বাঁচি
গেয়ে যাই গান
মুজিব শত বর্ষ চির অম্লান।