বড় অর্থহীন
সহজ আবেগ অনুভব ইচ্ছে
ছোট্ট চাওয়া
নির্ঘুম রাত নোনা জল
কখনো কখনো বড় অর্থহীন।
সাধের পৃথিবী সাদামাটা অনুভূতি
কখনো কখনো বড় অপাংক্তেয়
একরাশ দীর্ঘশ্বাস
লক্ষবিহীন ছুটে চলা।
একান্ত চাওয়া
নির্ভরতার আকাশ দূর থেকে দূরে
ভালো লাগার দিগন্ত ক্রমশই
ক্ষীণকায় , ধূসর !