কৃষকের হাসি সত্য কাম গুহ প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:০৪ পিএম আমার দেশের দরিদ্র কৃষকবেজায় হাসি খুশি,প্রকৃতিতে আজ বেজে উঠলহেমন্ত কালের বাঁশি।ভোঁর হতেই চলছে কৃষকআমন ধানের ক্ষেতে,ফসল ভরা মাঠ দেখেক্লান্তি বিদায় তাতে।ফসল জমিতে ঢেউ খেলছেপাকা পাকা ধান,মনের আনন্দে কৃষকের দলগেয়ে উঠে গান। Share