কৃষকের হাসি
আমার দেশের দরিদ্র কৃষক
বেজায় হাসি খুশি,
প্রকৃতিতে আজ বেজে উঠল
হেমন্ত কালের বাঁশি।
ভোঁর হতেই চলছে কৃষক
আমন ধানের ক্ষেতে,
ফসল ভরা মাঠ দেখে
ক্লান্তি বিদায় তাতে।
ফসল জমিতে ঢেউ খেলছে
পাকা পাকা ধান,
মনের আনন্দে কৃষকের দল
গেয়ে উঠে গান।
সত্য কাম গুহ প্রকাশ:
আমার দেশের দরিদ্র কৃষক
বেজায় হাসি খুশি,
প্রকৃতিতে আজ বেজে উঠল
হেমন্ত কালের বাঁশি।
ভোঁর হতেই চলছে কৃষক
আমন ধানের ক্ষেতে,
ফসল ভরা মাঠ দেখে
ক্লান্তি বিদায় তাতে।
ফসল জমিতে ঢেউ খেলছে
পাকা পাকা ধান,
মনের আনন্দে কৃষকের দল
গেয়ে উঠে গান।