ক্ষরণ
অসহ্য লাগছে
গিরগিটির মতো সব রং পাল্টাচ্ছে
যাদের ওঠার,সব পাতাল ফুঁড়ে
আকাশ ফুঁড়ে চড়চড় করে উঠে যাচ্ছে
আর তোমার জন্য প্রতিটি কুয়োতে মরণ, শুধু মরণ
তোমার জন্য প্রতিটি মুখই সর্পমুখ, বিষাক্ত, বিষধর অসুখ।
এই কিছুটা এগুলে, গিয়ে পড়লে
আর দুমড়ে মুচড়ে ধ্বসে পড়ার মতো
সোজা এসে নেমে পড়লে হাজার হাজার ফুট নিচে
একেবারে নিচে
পতন, শুধু পতন।
শৈশবে এতই না রবার্ট ব্রুসের গল্প পড়েছ
গল্প পড়ে পড়ে সাহস সঞ্চয় করেছ
আর এখন প্রতিদিনই দেখছো, শুধু দেখছো
পথ বলে কিছু নেই।
অন্ধের সামনে
এগুনো বা পিছোনো বলে কিছু নেই
যা পড়ে থাকে তা শুধুই ক্ষরণ,অবিরাম অবিরত রক্তক্ষরণ।