স্বাধীন দেশের স্বপ্ন

স্বাধীনতা তুমি ছিলে
বাঙালির শেষ আশা,
পরাধীনের গ্লানি মুছে
দেওয়ার স্বপ্ন খাসা।
ধর্ম-বর্ণ নির্বিশেষে
তোমার স্বপ্ন দেখে,
লুটিয়েছে জীবনের সব
অঙ্গে রক্ত মেখে।
মনে পড়ে পঁচিশ মার্চের
কালরাতের কথা,
ঘুমন্ত ঢের বাঙালির প্রাণ
কেড়ে নিলো তথা।
তবু তাঁরা আসেনি যে
পিছু ফিরে বাড়ি,
স্বাধীন দেশের স্বপ্নে বিভোর
জীবনটা তাঁর ছাড়ি।
এই সে মাটি যে মাটির টান
করলো মুক্তিকামী,
বনবাদাড়ে খোলা মাঠে
আসলো তাঁরা নামি।
অর্ধশত স্বাধীনতা
দিবসেও এই দেশে,
আমরা আছি কতো সুখে
শান্তিতে আজ হেসে!