জীবনের আলো

উল্টে গেলে পাল্টে যায় জীবনের সুর
সত্য পথে খুঁজে দেখি অধরা সে চূড়।
ভাবছি বসে একা একা সীমা কতদূর
লক্ষ্যে যেতে পাড়ি দিব সাত সমুদ্দুর।
সংকল্পটা দৃঢ় আছে আরও আছে মন
নীতি ও আদর্শ আছে যেন অমূল্য ধন।
মেধা ও শক্তি আছে দিতেও পারি শ্রম
সৎ পথে হেঁটে হেঁটে কাটে সকল ভ্রম।
যা-কিছু আমার আছে তাই যে ভালো
স্বল্পতে অল্প সুখে জীবন হোক আলো।