Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন বছর

নতুন বছর আসছে আবার
একটি বছর পরে,
নতুন দিনে নতুন আশা
সবার মনের ঘরে।

 

দুঃখ-ব্যথা দূরে ঠেলে
সুখের পাখি আসছে,
সেই খুশিতে শহর-গাঁয়ে
ছেলে-বুড়ো হাসছে।

 

অতীত দিনের গ্লানি মুছে
আবার নতুন উচ্ছ্বাস,
নতুন ভোরে নতুন রবি
নতুন আলোর উদ্ভাস।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ