নতুন বছর বিল্লাল মাহমুদ মানিক প্রকাশ: ২ জানুয়ারী ২০২২, ০৪:১৯ পিএম নতুন বছর আসছে আবার একটি বছর পরে, নতুন দিনে নতুন আশা সবার মনের ঘরে। দুঃখ-ব্যথা দূরে ঠেলে সুখের পাখি আসছে, সেই খুশিতে শহর-গাঁয়ে ছেলে-বুড়ো হাসছে। অতীত দিনের গ্লানি মুছে আবার নতুন উচ্ছ্বাস, নতুন ভোরে নতুন রবি নতুন আলোর উদ্ভাস। Share