Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দি বিবেক

স্বার্থের ঘরে বন্দি বিবেক
লোভ করেছে বশ,
ভালো কিছু সমাজ মাঝে
করার নাই তো যশ।

সুদের টাকায় সম্পদ বাড়ছে
খাচ্ছে আবার ঘুষ,
পাপে ডুবে লোভের বশে
হারায় ফেলছে হুশ।

নৈতিকতা মূল্যবোধে
ধরেছে আজ ঘুন,
বিবেকে তাই দেয় না বাঁধা
মানুষ করতে খুন।

ন্যায় নীতিবান মুখের বুলি
অন্তরে নাই মিল,
মুখোশধারি সাপের বিষে
ভরা থাকে দিল।

ধুলো পরা মনের আয়নায়
দেখা যায় না রূপ,
বিবেকবান লোক দেখলে এসব
থাকে না সে চুপ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ