আগুনপাখি, হাসান আজিজুল হক স্মরণে
আগুনপাখি সীমান্ত পেরিয়ে চলে যেও না ওপারে
টিকে থাকো, বেঁচে থাকার লড়াই দেখাও মাটি আঁকড়ে ধরে
কারা তারা, আনাড়ি মানুষকে ভাগ করে দিয়ে চলে যায়
মরণের ভেতরেও বেঁচে থাকে জীবন, মানে না বিভাজন
রক্তে-আগুনে কেউ কেউ,ঠিক আলোর পথ দেখায়।
আগুনপাখি, বৃদ্ধ বয়সে শিকড় উপড়ে গাছ তো বাঁচে না
তবুও বাঁচতে হয় পরগাছার মতো কখনো কখনো হারিয়ে ঠিকানা
দেশে দেশে ঘুরে ঘুরে আত্মপরিচয়হীন
আমাদের কি দেশ ছিল কোনো, নাকি হবে, সীমানা বিলীন।
ভাতৃঘাতী দাঙ্গা রক্তক্ষয়, ললাটে লিখে দেয়
সংকট, সংগ্রাম, অস্তিত্বের পরিচয়
স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, জেগে উঠি অসীম যন্ত্রণায়
মাতৃগর্ভে হয়তো জীবন ছিল, ভূমিষ্ঠ শিশু, নিথর, আজ আর প্রাণ নাই।