মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল যাত্রায় বরণ হবে
শুভ নববর্ষ,
হাতে হাতে তালের পাখা
রঙিন কত চক্র।
ঢাক, ঢোল লম্বা বাঁশি
ছায়ানটের বট তলে,
লাল সাদা সাজবে তুমি
কত না রং ঢং করে।
সবার কণ্ঠে রবির গান
এসো হে বৈশাখ,
সুরের ছোঁয়ায় মূর্ছা যাবে
নবীন পাখির ঝাঁক।