Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় হে লগ্ন

অস্তমিত নিঃশ্বাসের গভীর ভাবনারা বড্ড ক্লান্ত,
স্মৃতিরা দিগ্বিদিক ছড়িয়ে আবছায়ার অন্তরালে নিমগ্ন,
ক্ষয়িষ্ণু ক্রন্দসীর কৃতকর্মের বীজগুলো অঙ্কুরোদগমনের অপেক্ষায়,
ডায়েরির শেষ পৃষ্ঠায় অঙ্কিত বৃত্তের কেন্দ্রবিন্দু অস্তিত্বহীন।

সরলারা নিক্বণ ছন্দে আনন্দোৎসবে ব্যস্ত অবিরত,
হিংস্রতম প্রাণীগুলো গিলে নেয় যতো অহংকারের পিণ্ডি,
দীর্ঘশ্বাস ছেড়ে পলায়ন করে সমগ্র নৈতিকতার দল, 
কামনা বাসনা মান অভিমান দুঃস্বপ্নের পাল্কী চড়ে শূণ্যপুরে যাত্রাভিমুখে।

অস্থিমজ্জার দিক পরিবর্তনে অস্থিরতা,
প্রশান্তির আশ্রয়ের প্রতীক্ষায় বুকের পাজর,
চন্দ্রালোকিত ভুবনেশ্বরের ক্ষুদ্র নিবাসীর যবনিকাপাত,
তকদির ভরসায় কম্পিত ওষ্ঠে বিন্দু জলের আলোকপাত। 

বিদায় হে লগ্ন বিদায়।    

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ