বেদনা বিলাস
বুকের খাঁচায় কতগুলো বুনো স্বপ্নপাখি
ডানা ঝাপটায়,মুক্ত আকাশের দিকে চেয়ে
নিয়তির বেড়াজালে মেনে নেয় যাপিত জীবন
জেনে যায় পরিণতি,নাগরিক অবয়বে।
চোখ অন্তঃপুরে ঘুম জমা হয় মৃত্যুর সিন্ধুকে
জেগে থাকে অন্ধকারে, নিশীথের নির্জনতা সুরা পানে
যন্ত্রণার নীলে করে শিল্প, জীবনের ক্যানভাসে
বেঁচে থাকা হয়ে উঠে বেদনা বিলাস।
তবুও আঁধারে একমুঠো জোছনার আলো কুড়ায়
বুক পকেটের ভাঁজে রাখে—আগামীর দিন
যেখানে পোয়াতি ধানিগাছ ভিজে—
আকাশের স্তন বেয়ে চুয়ে পড়া শরতের শিশিরের জলে
ঘুমভাঙা সূর্যের হাসিতে চারিদিকে চিকচিক কলরব
বুনো স্বপ্নপাখি খাঁচা ভেঙে উড়ে যায় আকাশগঙ্গায়
আর সোঁদা ঘ্রাণের মাটিতে পড়ে তার ছায়া।
অনন্যা/জেএজে