Skip to content

২০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহসেই দিতে হবে পার

অস্তাচলে গেছে রবি আঁধার হয়েছে সবি

চলছে পথিক একা একা,

ভয়ে দুরুদুরু বুক মনে নেই তার সুখ

ভালে যেনো দুশ্চিন্তার রেখা!

নির্জন বিটপী তলে হুতুমের ঐ দলে

তুলছে মৃদু ক্রন্দন সুর,

ছুটছে পথিক হেথা মনে কতো ভয় ব্যথা

যেতে হবে আরো বহুদূর!

গগনে উঠছে চাঁদ ভেঙেছে আলোর বাধ,

ভয় তবু সহজে না কাটে।

পথে শৃগালের দল করছে যে কোলাহল 

এলোমেলো চলে মাঠে বাটে।

কলুষিত ধরাতলে কতো বুকে অগ্নি জ্বলে,

ফেলছে শোকের অশ্রু জল,

শৃগালের চেলাফেলা খেলতেছে লীলাখেলা 

ভাঙতে হীনের মনোবল !

শ্বাপদ সংকুল পথে চলো হে আপন রথে!

বয়ে নিয়ে বেদনার ভার,

পথিক জানে সে কথা জীবন নয় অযথা 

সাহসেই দিতে হবে পার!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ