Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাবণ প্লাবন

ব্যাঙেরা আজ খুশি খুশি
হচ্ছে বৃষ্টি সারাদিনি,
ঘরের কোণে অলস সময়
কাটায় ছোট বড় মিনি।

রাস্তা সকল ফাঁকা ফাঁকা
ফাঁকা আছে স্কুলগুলি,
বৃষ্টি এমন নাছোড়বান্দা
পাই না খুঁজে পথের ধুলি।

গাঁয়ের ধানের শষ্য জমিন
আজকে ভরা এসে শ্রাবণ,
দেখতে ভারী শাপলা ফুলে
চাষি কাঁদে হঠাৎ প্লাবন।

কিশোর যুবক কলার ভেলা
তাই নিয়ে আজ দুষ্টু বেলা,
কিশোরীরা আটকা ঘরে
চলছে মধুর লুডু খেলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ