নতুন জামা
কাপড় দোকান উঠছে ভরে
নতুন জামা ওই
নতুন জামা আনবো ঘরে
বাবা তুমি কই?
সবার আগে সেরা জামা
কিনবো আমি আজ
চলো আমার সাথে তুমি
ফেলে তোমার কাজ।
নতুন জামার সাথে লাগবে
নতুন একজোড় একজোড়া
ঈদের জামা হলে পরে
চাইবো না তো রোজ।
আর করোনা দেরি বাবা
চলো সেথায় যাই
ঈদের জামা আনলে ঘরে
সুখ যে খুঁজে পাই।