Skip to content

২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

মিথ্যার ভ্রুণ

মিথ্যার ভ্রুণ গুলো ছড়িয়ে পড়ে প্রতি রন্ধ্রে,
নীল রক্তকণিকা প্রবাহিত শিরা-উপশিরায়।
অতঃপর জন্ম নেয় বিকলাঙ্গ নপুংসক;
অভিশপ্ত হয় আগামী প্রজন্মের ফল্গুধারা।

সমাজ সভ্যতায় বিষ ঢালে, কলঙ্ক ছড়ায়,
চারিত্রিক বৈশিষ্ট্যে স্পর্শ করে কলঙ্কের ছায়া।
এলোমেলো কাব্যে চিত্রায়িত জীবনের গল্প,
স্বেচ্ছায় নরকবাস! শুধরে যাবার সময়টা অল্প।