Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলার এই রূপে

অপরূপ সবুজের নিদারুণ মায়াতে,
হারিয়ে যায় মন শ্যামলিমা ছায়াতে।
পাখি ডাকে বায়ু বয় ফুল ফোটে শাঁখে
আকাশটা ক্ষণেক্ষণে বহু রঙ মাখে!

আঁকাবাঁকা মেঠোপথ কি দারুণ মিষ্টি
দু’ধারের ধানক্ষেত জুড়ায় যে দৃষ্টি।
সবুজের সমারোহে চারিদিক ঢাকা,
এ যেন ছবি এক জীবন্ত আঁকা।

এই রূপ দেখে মন থাকেনা যে কায়াতে,
হারিয়ে যেতে চায় সবুজের মায়াতে।
প্রজাপতি,ঘাসফুল,নীলাকাশ,দাঁড়কাক
‘বাংলার এই রূপে’ আমি হই নির্বাক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ