আমি হলাম ভাটির ছেলে
আমি হলাম ভাটির ছেলে
বুঝতে জানি ভালো,
এই লীলাময় পৃথ্বীর বুকে
খুঁজতে জানি আলো।
হাওর জলের ঢেউয়ের খেলা
ছন্দে শাসন করি,
ঢেউয়ের গানে পঞ্চমুখী
ভাসাই সুখের তরী।
সত্য নীতির শিক্ষা কুড়াই
সাজতে ফুলের সাজে,
স্বচ্ছ জলের মতোই জীবন
গড়তে ভুবন মাঝে।