আবার এসো চলে

ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
ঢাকের কাঠি বাজে
ঘোটক পিঠে দুর্গা এলো
আবার নতুন সাজে।
লাগলো নাকে গন্ধ পুজোর
মন্ত্র জপা সুরে
পাড়ায় পাড়ায় খুশির জোয়ার
এলো বছর ঘুরে।
নতুন পোশাক, পুজোর আসন,
প্রসাদ ভরা থালা
ঢাকের আওয়াজ আরতী আর
ফুল সাজানো ডালা
অর্ঘ্য ঢেলে মায়ের পায়ে
মন নাচে কোন সুখে
মায়ের আশীষ এমন দিনে
কেউ না থাকে দুখে।
ঢ্যাম কুড়াকুড় ঢ্যাম কুড়াকুড়
ঢাকের কাঠি বলে
আসছে বছর মাগো আমার
আবার এসো চলে।