রক্ত
রক্ত কখনো বৃথা যায় না
রক্ত এখন ফুল
শিমুল পলাশ ডালে ডালে
আম্রমুকুল
রক্ত কখনো বৃথা যায় না
রক্তের বড় জ্বালা
ভাই হারানোর শোকে আমার
ফুটেছে বর্ণমালা
রক্ত কখনো বৃথা যায় না
রক্ত আমার আগুন
বাহান্নতে প্রাণ দিয়েছি
একাত্তরে জুলুম
কালা আইন আর কালা কানুন
নির্বিচারে হত্যা
রক্ত কখনো বৃথা যায় না
পেয়েছি দেশের সত্তা
আমার রক্ত তোমার রক্ত
সূর্য হয়েছে লাল
কষ্টে ব্যথায় মুখের ভাষা
নদী আর দেশ কাল
রক্ত কখনো বৃথা যায় না
রক্ত মায়ের মুখ
স্বপ্ন কোলে ঘুমিয়ে থাকি
মাগো,আঁচলখানি সুখ