Skip to content

২৮শে জুন, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

কবর

ফুলের সমাধিতে পুড়ছে তোমার অক্ষর
আর আমি নিঃশব্দ ঘাতকের তরবারির নিচে
বুক পেতে দিয়ে খুন হয়ে যায়।

ভালবাসা চার অক্ষর, মৌমাছির মত ভনভন ভনভন
জলের তরঙ্গে, খরস্রোতা, জীবন-দহন
আগুনে পুড়ে মরা ছাড়া, জানি আমারও কোনো মুক্তি নাই।

তোমার হাঁটুর ওপর,আমার হাঁটু পাতা ঘর
তোমার বুকে কবরে, শায়িত আমার কবর।

অনন্যা/জেএজে