জ্বলন্ত ফানুস
জীবনের যত রঙ ধুয়েছি নদীর জলে
কাছে এসেছ নানা কৌশল ছলে বলে।
বডি বিল্ডার তোমাকে দিবে দেহের তৃপ্তি
বন্ধুর কাছে পাবে মন ভোরে প্রেম ভক্তি।
দেহের সুখ সেতো সুখ নয় সুখ থাকে মনে
নির্বোধ ছাড়া জানে তা সকল গুণী জনে।
বিলাসিতা ভোগে তুমি পাবে কিছুদিন সুখ
চোখের মোহ কেটে নামবে দুখ আর দুখ।
তুমি সেতো তুমি নয় সে যে তোমার ছায়া
জীবন প্রদীপ নিভে গেলে বুঝবে সব মায়া।
সময় থাকতে খুঁজে নাও তোমার যে মানুষ
দেহের সুখ সেতো সুখ নয় জ্বলন্ত ফানুস।