Skip to content

অসম ডিঙি 

অসম ডিঙি 

লৌহ শেকল ভাঙবো মোরা 
অত্যাচার আর সইবো না,
রুখবো এবার শক্ত হাতে
অসম ডিঙি বইবো না।

 

ছিনিয়ে নেবো বিজয় মোরা
অনীহা আর লইবো না,
তুলবো ওদের গাঁয়ের বাকল
বন্দী খাঁচায় রইবো না।

 

উঁচিয়ে নেবো আওয়াজ মোরা
নম্র বটে হইবো না,
গুড়িয়ে দেবো গণ্ডি যতো
অভিপ্রায় আর কইবো না।