রোবট
রোবট রোবট রোবটেরা
করছে কত কাজ,
ঘরে এবং বাইরে কাজে
পায় না তারা লাজ।
যানবাহনে কারখানাতে
করছে কঠিন কাজ,
গায়ে তাদের জড়িয়ে থাকে
নানানরকম সাজ।
সাগরতলে গিয়ে তারা
মণিমুক্তা খুঁজে,
ডাক্তার হয়ে চিকিৎসা দেয়
অসুখও ঠিক বুঝে।
রান্নাবাড়াও করতে পারে
খেলতে পারে খেলা,
রাস্তাঘাটে চালায় গাড়ি
ভাসায় জলে ভেলা।
সব করে সে কিন্তু তাকে
চালায় মানুষেরা,
বুদ্ধিমত্তায় বিশ্বে আজও
মানুষ সবার সেরা।