একুশের ডাক
মায়ের প্রসব বেদনার কাছে
যেভাবে বুক ফেটে কান্না আসে
একুশ আমার নত হওয়ার দিন।
ভাইয়ের আত্মবলিদানের কাছে
যে জীবন মরে গিয়ে বাঁচে
একুশ আমার সাজানো কফিন।
রফিক সালামের রক্তে
বন্দুকের সামনে দাঁড়িয়ে
একুশ আমার আত্মচিৎকার।
বরকত জব্বারের রক্তে
বুকের ভাষা যারা কেড়ে নিতে চায়
তাদের প্রতি চরম ধিক্কার।
একুশ আমার মায়ের ভাষার
মাটির, আশার
অধিকার বুঝে নেওয়ার দিন।
একুশ আমার স্বপ্ন শানিয়ে
নিজেকে রাঙিয়ে
রঙিন বর্ণমালা আর বেরঙিন শোক।
প্রতিটি ভাষার মানুষের
অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে
রক্তে রক্তে ভাষার স্রোত।
মিলেমিশে এক হোক
নিজেকে জানান দিয়ে
মুখরিত হওয়া প্রতিটি দিন।