এই শীতে মা ও আমি
ক'দিন ধরে শীত পড়েছে
ভীষণ ঠাণ্ডা লাগে
বাইরে গেলে আমার মায়ে
চোখ রাঙিয়ে রাগে।
বাইরে গেলে সর্দি হবে
কাশি হবে জেনো,
উচ্চ স্বরে বলে মায়ে
মায়ের কথা মেনো।
খাঁটি সরষের তৈল মাখিয়ে
দিবে আমার গায়ে
গ্লিসারিন দিবে আবার
ফেটে যাওয়া পায়ে।
শীতের দিনে যায়না খাওয়া
ইচ্ছে হলেও কিছু
খাবার হাতে তবু মা যে
ছুটবে পিছু পিছু।
গরম কাপড় গায়ে দিবে
করলেও কান্না কাটি
এই শীতে ও সাজিয়ে দিয়ে
করবে পরিপাটি।